Zirani, Savar, Dhaka, Bangladesh

মহাপরিচালক

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’র ২১তম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১ তম বিএমএ লং কোর্সে বংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোর এ কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা হিসেবে তিনি অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতার সাথে বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি বংলাদেশ মিলিটারি একাডেমি(বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের শান্তিরক্ষা কার্যক্রমে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে UNMISS এ বাংলাদেশ ব্যাটেলিয়ানকেও নেতৃত্ব প্রদান করেন। এছাড়া UNAMMSIL এ জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং UNMIL এ ফোর্স হেড কোয়ার্টার্স অপারেশনাল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের পেশাগত জীবনের বিভিন্ন পর্যায়ে দেশে এবং বিদেশে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করেন। সেনাবাহিনীর এই চৌকশ কর্মকর্তা ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর হতে পিএসসি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা হতে এনডিসি ডিগ্রী অর্জন করেন। মেধাবী এই সামরিক অফিসার বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে প্রথম শ্রেণিতে বিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে MIST হতে MBA এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ২০০৯ এবং ২০২৩ সালে যথাক্রমে মাস্টার্স ইন মিলিটারী সাইন্স (MMSc) এবং মাস্টার্স ইন সোশাল সাইন্স (MSS) ডিগ্রী লাভ করেন.। প্রকাশনা বিষয়েও জেনারেল মোতাহেরের অসামান্য দক্ষতা রয়েছে এবং মিরপুর পেপার সহ বিভিন্ন সামরিক জার্নালে তাঁর বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছে। তিনি একজন ক্রীড়াপ্রেমী এবং কৃতি গলফার।

কার্যাবলী

ক. দেশের উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বিজ্ঞান ভিত্তিক নিবিড় প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ ও সুবিধাদি প্রদান করা এবং সেই সাথে তাদের সণাতক পর্যায় পর্যন্ত সাধারণ শিক্ষার সুযোগ প্রদান করা।

স্নাতক (পাস) ১ম বর্ষ-২০২১-২২ এ চূড়ান্ত ফলাফল প্রকাশ

স্নাতক (পাস) ১ম বর্ষ-২০২১-২২ এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ভর্তি নির্দেশিকা Result আইকন থেকে ডাউনলোড করে অনলাইন ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো ।

Teaching Your Child Some Good Manners

A small river named Buriganga flows by their place and supplies it with the necessary regalialia. It is a paradisematic country, in which roasted parts of sentences fly into your mouth.

37 Years of Experience

Bangladesh Krira Shikkha Protishtan was established in 1986 with the objective of developing sports in Bangladesh.BKSP is run by a Board of Governors, which is headed by the Minister of Youth and Sports. Brigadier General Anwar Shadat Abu Md Fuad is the Director General of BKSP.

0 Certified Teachers
0 Successful Players
0 Happy Parents
0 Awards Won